Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

টাঙ্গাইলে ভূয়া ডাক্তারের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ২২, ২০২২, ০৬:৩৭ পিএম


টাঙ্গাইলে ভূয়া ডাক্তারের কারাদণ্ড

টাঙ্গাইল শহরের দয়াল ক্লিনিক ও  হসপিটাল থেকে আটককৃত এসআর লাভলু নামে এক ভূয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান এ রায় ঘোষণা করেন।

এর আগে দয়াল ক্লিনিক ও হসপিটালের তৃতীয় তলা থেকে তাকে আটক করা হয়।

ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, আটক করার পর এসআর লাভলু আমাদের কাছে স্বীকার করেন তিনি কোন ডাক্তার না। তিনি টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ  উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। 

এছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই। দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে তার নামের শুরুতে তিনি ডাক্তার পদবী ব্যবহার করে আসছেন। ওই ক্লিনিকে তিনি পাইলসও নাক কান গলার চিকিৎসা করতেন। তার চেম্বারের মালামাল সিভিল সার্জন অফিস জব্দ করেছে। পরে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কেএস 

Link copied!