Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

গফরগাঁওয়ে পুলিশের ইভটিজিং, বাল্যবিয়ে, মাদক ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

আগস্ট ২০, ২০২২, ০৮:০২ পিএম


গফরগাঁওয়ে পুলিশের ইভটিজিং, বাল্যবিয়ে, মাদক ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশ

ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের উদ্যোগে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং, বাল্যবিয়ে, মাদক ও কিশোরগ্যাং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং বিরোধী সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ।

আরও বক্তব্য রাখেন- এস আই উছমান, এস আই বিরাজ কুমার পাল,  প্রধান শিক্ষক মকবুল হোসেনসহ  অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ১৮‍‍`র আগে বিয়ে নয়, স্বাবলম্বীর আগে প্রেম নয়। ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্য উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে উপদেশ দিলেন তিনি। মাদকের কুফল, ইভটিজিং প্রতিকারে করনীয় সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্যও রাখেন তিনি। যে কোন অপরাধ দমনে ওসি ফারুক আহম্মেদ থানা পুলিশের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে সকল শিক্ষার্থীদের থানার মোবাইল ফোন নম্বর অবহিত করেন।

কেএস 

Link copied!