Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৫:৫৭ পিএম


দুপচাঁচিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দুপচাঁচিয়ায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। সোমবার দুপুরে উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ড এলাকায় মা মেডিকেল স্টোরের তিন হাজার টাকা, সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সওদা মেডিকেল স্টোরে পাঁচ হাজার টাকা ও মেইল বাসস্ট্যান্ড এলাকায় সৈকত মেডিকেল স্টোরের পাঁচ হাজার টাকাসহ মোট ১৩হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রমমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রূপন দাস। এসময় উপস্থিত ছিলেন বগুড়া ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা, থানার এসআই এরশাদ আলী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান প্রমুখ। ভুয়া লাইসেন্স ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে উক্ত তিনটি মেডিকেল স্টোরের জরিমানা করা হয়। এছাড়াও লাইসেন্স নবায়ন হালনাগাদ না থাকায় সিও অফিস এলাকায় নান্টুর ছ’মিলের ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসএম

Link copied!