Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেপ্তার

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২২, ০১:৫৫ পিএম


বন্দরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পালাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার চিতাশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মো. জুয়েল (৩৬)।

র‌্যাব জানায়, গত ২২ মে র‌্যাব কর্তৃক নারায়ণগঞ্জের টানবাজার পুরান সুইপার কলোনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালানা করে ২ কেজি হেরোইন, ৪৫ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের ৪ লাখ টাকাসহ ৪ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গত ২২ মে সদর মডেল থানায় ধৃত এবং পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে একটি সাধারণ মামলা দায়ের করা হয়।

র‌্যাব আরও জানায়, অত্র মামলায় আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ বিজ্ঞ আদালতে সত্য প্রমাণিত হলে গত ৩১ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত নারায়ণগঞ্জ কর্তৃক মাদক মামলার ৫ জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তন্মধ্যে মো. জুয়েল ভোলা (৩৬) পলাতক ছিল। এরই প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তারের জন্য র‌্যাব তদন্ত শুরু করে। পরবর্তীতে গোপন তথ্য ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পলাতক আসামিকে শনাক্ত ও অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

কেএস 

Link copied!