Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

শীতের আগমনী বার্তা তেঁতুলিয়ায়

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২২, ১১:০২ এএম


শীতের আগমনী বার্তা তেঁতুলিয়ায়

শীত আসছে, আগমনী বার্তা দিয়ে গেলো দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। প্রতিবছরই সবার আগেই শীত অনুভব করে এই উপজেলার মানুষ। 

এবারও তার ব্যতিক্রম নয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘন কুয়াশায় ছেয়ে যায় তেঁতুলিয়া, একই সাথে দিয়ে গেলো শীতের আগমনী বার্তা।

প্রতিবছরই দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময় বিরাজ করে এই  উপজেলায়। প্রতিবছরই সবার আগেই শীতের শীতল বাতাসের অনুভব পায় দেশের সর্ব উত্তরের উপজেলার এই মানুষগুলো। 

গত কয়েকদিন থেকেই সন্ধ্যা হলেই হালকা ঠান্ডা বাতাস অনুভব শুরু হয়েছে। শুক্রবার সকালে ৭ টার দিকে দেখা যায় চারপাশে ঘন কুয়াশায় ছেয়ে গেছে, কিছু যানবাহনে লাইট জ্বালিয়ে চলছে রাস্তায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

এখন দিন যত যাবে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। সন্ধ্যায় পর থেকে হালকা শীতল বাতাস বইছে শুরু। আজ সকালে ঘন কুয়াশা দেখা গেছে।

 

টিএইচ

Link copied!