Amar Sangbad
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

নৌকা ডুবিতে চাচা-ভাতিজা নিখোঁজ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২০, ২০২২, ০৪:৩১ পিএম


নৌকা ডুবিতে চাচা-ভাতিজা নিখোঁজ

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানাধীন এলাকায় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে চাচা-ভাতিজা নিখোঁজ।

নিখোঁজ দুই জন হলেন- চরশাঁখচূড়া গ্রামের সামাদের ছেলে সিফাত (১৬) ও মনির হোসেনের ছেলে ইয়াছিন (৭)।

স্থানীয়রা জানান, বিকেলে চরশাঁখচূড়া গ্রামের একদল শিশু-কিশোর একটি ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাহেবের চরে নৌকা বাইচ দেখতে যায়। নৌকা বাইচে অংশ নেওয়া একটি নৌকার সাথে ধাক্কা লেগে ডিঙি নৌকাটি ডুবে যায়। ডিঙি নৌকায় থাকা সকলে সাঁতরে নদের পারে ওঠে আসতে পারলেও ও সিফাত ও তাঁর কুলে জড়িয়ে থাকা ভাতিজা ইয়াছিন নিখোঁজ হয়। এছাড়া একই এলাকার সাহিদের ছেলে ফালান (১১), রাহাতের ছেলে ইয়ামিন (৯), ছামাদের ছেলে সিয়াম (১৯) ও সারোয়ার গুরুতর আহত হয়।

কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলের টিম লিডার আমিনুর রহমান বলেন, আমাদের ও হোসেনপুর দমকলকর্মীদের টিম উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।

এসএম

Link copied!