Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

চাঁপাইনবাবগঞ্জে মীনা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৪, ২০২২, ০২:৪৯ পিএম


চাঁপাইনবাবগঞ্জে মীনা দিবস উদযাপন

‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা-এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে মীনা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৪ সেপ্টেম্বর) জেলা ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা শিক্ষা অফিস বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমান।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনিরা রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা।

এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনাসহ সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ এবং ঝরেপড়া রোধের অঙ্গীকার নিয়ে ‘ইউনিসেফ’ ঘোষিত প্রতিবছর ২৪ সেপ্টেম্বর দিবসটি উদযাপন করা হয়।

আলোচনাকালে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি, মানসম্মত শিক্ষাসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বরোপ করেন।

এআই 
 

Link copied!