Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

বগুড়ায় বাল্যবিয়ের অপরাধে বর কারাগারে

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

অক্টোবর ১৪, ২০২২, ০৬:৩৬ পিএম


বগুড়ায় বাল্যবিয়ের অপরাধে বর কারাগারে
ছবি-প্রতীকী

বগুড়ার নন্দীগ্রামে বাল্যবিয়ের অপরাধে ইব্রাহিম নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক নন্দীগ্রামের ওমরপুর গ্রামের মৃত ফটিক আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত এ আদেশ দেন।

ইউএনও শিফা নুসরাত জানান, ‘২৬ সেপ্টেম্বর সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সিংড়ায় নিয়ে গোপনে বিয়ে করেন ইব্রাহীম।

পরে তারা নিজ এলাকা ওমরপুরে এলে বিষয়টি জানাজানি হলে এ ব্যাপারে অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতে ইব্রাহীমের বাসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।

‘এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর আওতায় ইব্রাহীম আলীকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড প্রদান এবং ওই মেয়েকে তার বাবার বাড়িতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়,‘ বলেও জানান ইউএনও।

স্কুলছাত্রীকে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইউএনও শিফা নুসরাত।

এআই 

Link copied!