Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ৪০বিজিবি চ্যাম্পিয়ন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

অক্টোবর ২৬, ২০২২, ০৫:৫৫ পিএম


গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ৪০বিজিবি চ্যাম্পিয়ন

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন সদরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গুইমারা বিজিবি সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ।

বুধবার (২৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন সদরে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি পলাশ পুর জোনের ব্যবস্থাপনায় আন্তঃব্যাটালিয়ন কাবাডি খেলায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্ণেল মো: আবদুল মালেক।

গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি) পলাশপুর জোন ৫৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন চট্রগ্রাম ব্যাটালিয়ন (৮বিজিবি) ২৯ পয়েন্ট পেয়ে রানাআপ হওয়ার গৌরব অর্জন করেন।

গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর রেফারী মো: মুজিবুর রহমান ও গোপী রঞ্জন তালুকদার।

গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলায় শ্রেষ্ট নবীন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি) পলাশ পুর জোনের সিপাহী আকাশ কুমার, শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০বিজিবি) পলাশ পুর জোনের নায়েক সাইফুজ্জামান।

গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ৪টি ব্যাটালিয়ন আংশগ্রহন করেন যামিনী পাড়া  ব্যাটালিয়ন (২৩ বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি), চট্রগ্রাম ব্যাটালিয়ন (৮ বিজিবি)

সমাপনী অনুষ্ঠানে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোন অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমেদ, পিএসসি, যামিনী পাড়া ব্যাটালিয়ন ২৩ বিজিবি জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল এ বি এম জাহিদুল করিম, গুইমারা বিজিবি সেক্টর হাসপাতালের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: নাফিস ইসলাম, খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের সহকারি পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইনসহ জেসিও পদস্থ বিজিবি কর্মকর্তা বর্ডারগার্ড সদস্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে গুইমারা সেক্টরের সেক্টর ও উপ-মহাপরিচালক  কমান্ডার কর্নেল মো. আবদুল মালেক বলেন, কাবাডি আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা। খেলাধুলা শুধু শৌর্যবীর্যই দান করে না, মনেও উৎকর্ষ সাধন করে। খেলাধুলা আদিকাল থেকেই জাতিতে জাতিতে স্থাপন করেছে এক বন্ধুত্বের বন্ধন। কোন প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, খেলায় অংশগ্রহণ করে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।

এর আগে গেল ২৩ অক্টোবর ৪টি বিজিবি ব্যাটালিয়নের খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিজিবির গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মালেক।

প্রধান অতিথি গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্ণেল মো: আবদুল মালেক গুইমারা সেক্টর আন্তঃব্যাটালিয়ন কাবাডি খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন।

কেএস 

Link copied!