Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪,

বাড়িওয়ালার গাফিলতি, বিদ্যুস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়া প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২২, ১২:৫৫ পিএম


বাড়িওয়ালার গাফিলতি, বিদ্যুস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সাভারের আশুলিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরেক শ্রমিক। পুলিশ বলছে, বাড়িওয়ালার গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল হোসেন আমার সংবাদকে এই তথ্য নিশ্চিত করেন।

নিহত মো. আয়নাল বগুড়া জেলার ধুনট থানার কোণাগাতি গ্রামের মৃত রমজান আলীর ছেলে। দগ্ধ আনোয়ার হোসেন আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। তারা দুজনেই আশুলিয়ার পলাশবাড়ী এলাকার বাসিন্দা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা খন্দকার আমার সংবাদকে বলেন, বিকেলে ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, নির্মাণাধীন তৃৃতীয় তলা বাড়ির বাইরের অংশ মাচান বেঁধে পলেস্তারার কাজ করছিলেন দুই শ্রমিক। এসময় ভবন ঘেঁষে থাকা বিদ্যুত সঞ্চালন তারে দুর্ঘটনাবশত বিদ্যুতয়িত হন তারা দুজন। এদের মধ্যে আয়নাল নিচে পড়ে যান।

পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আয়নালকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেনের হাত ও পা দগ্ধ হয়েছে। তাকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, বাড়িওয়ালা ফজলুল হক দায় এড়াতে পারেন না। তার গাফিলতিতেই দুর্ঘটনা ঘটেছে। বিদ্যুত সংযোগ বন্ধ করে নিলেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতো না। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এঘটনায় বাড়ির মালিক ফজলুৱ হককে একাধিকবার ফোন করা হলেও বন্ধ পাওয়া গেছে। তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। 

এআই

Link copied!