Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

নীলফামারীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২২, ০৯:২০ পিএম


নীলফামারীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা

নীলফামারী জেলা থেকে চাকরি থেকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) নীলফামারী পুলিশ লাইন্সের ড্রিল সেডে ৩ জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা প্রদান করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোআর আলম, নীলফামারী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম এনামুল হক, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন এএসআই (সঃ)/৩১৬ মো. আব্দুর রাজ্জাক, কনস্টেবল/১৮১ মোঃ মোজাম্মেল হক প্রামাণিক, কনস্টেবল/ ৮৭৮ মোঃ আঃ মোমেন খন্দকার। এসময় পুলিশ সুপার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এসএম

Link copied!