Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

মেলান্দহে হানাদার মুক্ত দিবস পালিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২২, ০৫:০১ পিএম


মেলান্দহে হানাদার মুক্ত দিবস পালিত

জামালপুরের মেলান্দহ উপজেলার হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মির্জা আজম আধুনিক অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সৈয়দ হারুন অর রশীদ, সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযুদ্ধা সুজায়েত আলী প্রমুখ।

উল্লেখ যে, ৮ ডিসেম্বর জামালপুরের মেলান্দহ উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১’র এই দিন বিকেলে আলম কোম্পানির টু আইসি (পরবর্তীতে সেঙ্গাপাড়া কোম্পানি) কমান্ডার আব্দুল করিম মেলান্দহ উমির উদ্দিন হাই স্কুল মাঠে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের মাধ্যমে মেলান্দহকে শত্রু মুক্ত ঘোষণা করেন।

এসএম

Link copied!