Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

জাতীয় পর্যায়ে তৃতীয় তোয়া

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২২, ০৪:৫৩ পিএম


জাতীয় পর্যায়ে তৃতীয় তোয়া

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় তৃতীয় স্থান অধিকার করেছে সায়বা খানম তোয়া। তোয়া নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা ২০২০-২১’ বুধবার দিনব্যাপী ঢাকার সাভারে জাতীয় শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো’ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় তোয়া তৃতীয় স্থান অধিকার করে।

জাতীয়ভাবে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় লেখক কবি ও সাংবাদিক আসলাম সানী প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার তুলে দিবেন। তবে এর দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানান তোয়ার বাবা মো. রোমান খান ঠাকুর।

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন বৃহস্পতিবার আমার সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তোয়ার এ সাফল্যে শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করছি। সেইসাথে বিদ্যালয় ও পুরো উপজেলার মানুষ গর্ব বোধ করছে।

সায়বা খানম তোয়া মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া কলেজ রোড এলাকার মো. রোমান খান ঠাকুরের মেয়ে।

তোয়ার বাবা মো. রোমান খান ঠাকুর বলেন, তোয়া তার সাফল্য দিয়ে এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। সে যেন মেয়েদের অনুসরনীয় সাফল্য অর্জন করতে পারে সবার কাছে সেই দোয়া চাই।

তোয়া এরআগে একই বিষয়ে প্রতিযোগীতায় উপজেলা-জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। গত বুধবার বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, তোয়া ২০১৯ সালে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় হয়।

কেএস 

Link copied!