Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই: ধর্ম প্রতিমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৮, ২০২২, ০৭:৩১ পিএম


দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, এই দেশে যারা বসবাস করে, তারা সকলেই এ দেশের নাগরিক। সব ধর্মের মানুষ মহান মুক্তিযুদ্ধ করেছে। সকলের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই।

বুধবার (২৮ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসকের মিলনায়তনে ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সব ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নে ব্যাপক কাজ করছে। ইতোমধ্যে ৪৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, সব ধর্ম অনুসারীদের মাঝে কিছু অপশক্তি রয়েছে যারা সুযোগ খুঁজে আমাদের সম্প্রীতি বিনষ্ট করার। তাই সবাইকে সর্তক থাকতে হবে।

জেলা প্রশাসক মো.মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন - সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ নজরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ধর্মের নেতারা, পুলিশ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

এবি

Link copied!