Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪,

উপজেলা পরিষদ নির্বাচন: সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীকে তলব

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

মে ২, ২০২৪, ০১:০৪ পিএম


উপজেলা পরিষদ নির্বাচন: সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীকে তলব

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের উপস্থিতিতে অন্য প্রতীকের কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না, ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে নিক্ষেপ করার হুমকি প্রদান আওয়ামী লীগের দুই নেতা। উসকানিমূলক এ ধরনের হুমকির ঘটনায় ব্যাখ্যা চেয়ে প্রার্থীকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য পত্র জারি করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পত্র প্রেরণ করা হয়েছে। এ পত্রে বৃহস্পতিবার বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে তাকে উসকানিমূলক বক্তব্যর বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী অন্য প্রার্থীরা ভোট কেন্দ্রে এজেন্ট দিলে তাদের হাত ভেঙে যমুনা নদীতে ফেলে দিতে চাওয়া রফিকুল ইসলামের দুই সমর্থক গ্রেপ্তার হয়ে কারাবাস করছেন।

প্রার্থীর উপস্থিতি জনসম্মুখে হুমকি প্রদানকারী কলেজের অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান। হুমকির বিষয়ে নির্বাচন কমিশন থেকে প্রার্থীকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে। ইসির দেওয়া পত্রটি চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম এর নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!