Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

ঋণ খেলাপির দায়ে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

জানুয়ারি ৯, ২০২৩, ১১:৩৩ এএম


ঋণ খেলাপির দায়ে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-৩ আসনে উপ-নির্বাচনে ঋণ খেলাপির দায়ে স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়ের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (৮ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে এই আদেশ দেওয়া হয় বলে জানান রংপুর বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন।

তিনি বলেন, উপ-নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় জামিনদার হিসেবে ঋণ খেলাপির দায়ে স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়ের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী, জাতীয় পার্টি হাফিজ উদ্দীন আহম্মেদ, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম, জাকের পার্টির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টি সাফি আল আসাদ।

১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১ ফেব্রুয়ারি ইলেকট্রিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবি

Link copied!