Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

অগ্নিকাণ্ড প্রতিরোধে লংগদু জোনের ফায়ার ফাইটিং মহড়া

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

জানুয়ারি ২৯, ২০২৩, ০৫:৪৯ পিএম


অগ্নিকাণ্ড প্রতিরোধে লংগদু জোনের ফায়ার ফাইটিং মহড়া

লংগদুতে অনাকাঙ্খিত অগ্নিকাণ্ড প্রতিরোধে লংগদু জোন কর্তৃক ফায়ার ফাইটিং মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মাইনীমূখ আর্মি ক্যাম্প প্রশিক্ষণ মাঠে লংগদু জোন কর্তৃক সকল জনসাধারনের অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ফায়ার ফাইটিং মহড়া পরিচালনা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জোন উপ-অধিনায়ক মেজর মো. রিয়াজ আহমেদ (পিএসসি), উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ৩৬ আনসার ব্যাটালিয়ন সার্কেল অ্যাডজুটেট ক্যাপ্টেন মো. আজহার আলী, ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাজার কমিটির সভাপতি-সম্পাদক, সদস্য ও স্থানীয় জনসাধারণ।

মহড়াটিতে অগ্নিসংযোগ জনিত ঘটনায় ক্ষয়ক্ষতির হার কিভাবে কমিয়ে আনা যায় তার বাস্তবধর্মী উদ্দ্যোগ গুলো দেখানো হয়েছে।

অনুষ্ঠিত মহড়ায় উপ-অধিনায়ক রিয়াজ আহমেদ অগ্নিকাণ্ড সম্পর্কে এলাকাবাসীর সচেতনতার বিষয়ে আলোকপাত করেন এবং অগ্নিকাণ্ড দুর্ঘটনা এড়ানোর জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন, অনাকাঙ্খিত অগ্নিকান্ড দূর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে অগ্নিকাণ্ডের কারণ, প্রতিরোধ, প্রতিকার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই ২০২২ জোনের আওতাধীন দুরছড়ি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫৭টি দোকান পুড়ে যায় এবং ২১ জানুয়ারি ২০২৩ বাইট্টাপাড়া বাজারে ৩১টি দোকান ভস্মীভূত হয়। এসকল বড় অগ্নিকাণ্ড ছাড়াও বিভিন্ন এলাকায় ছোটখাটো অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে।

আরএস

Link copied!