Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

জলঢাকায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্ধোধন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

মার্চ ২২, ২০২৩, ০৪:৪৪ পিএম


জলঢাকায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্ধোধন

কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ এবং স্কুলে উপস্থিতি বাড়াতে নীলফামারীর জলঢাকায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার (২২ মার্চ) দুপুরে কাঁঠালী সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আবু রেজওয়ানুল কবীর,প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফেরদৌসুর রহমান,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোশফেকুর রহমান,প্রধান শিক্ষক রুবাইয়া আক্তার প্রমুখ। প্রথম ধাপে সারাদেশে ৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসুচির মধ্যে এ উপজেলায় ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম অর্ন্তভূক্ত হয়।

উপজেলার কাঁঠালী সিদ্দিকীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৯ শিক্ষার্থী স্কুল খোলার দিনগুলোতে ( বছরে ১৬০ দিন) জনপ্রতি ২০০ মিলি করে একটি গাভীর দুধের প্যাকেট পাবে বলে জানান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফেরদৌসুর রহমান।

আরএস

 

Link copied!