Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

ভিসি পদত্যাগের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা 

ববি প্রতিনিধি:

ববি প্রতিনিধি:

মে ১৩, ২০২৫, ১১:৩৯ এএম


ভিসি পদত্যাগের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যের পদত্যাগের দাবিতে সোমবার রাত থেকে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

সোমবার রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পর রাত সাড়ে ১১ টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা অনশনে বসেন৷ 

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি উপাচার্যের পদত্যাগ না মেনে নেওয়া হবে, ততক্ষণ আন্দোলনকারীদের একটি অংশ আমরণ অনশনে বসবেন৷ 

অনশনরত আইন বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুর রহমান বলেন, আমাদের ক্ষোভের পরিসীমা এই উপাচার্য অতিক্রম করেছেন এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি তিনি পায়ে মারিয়েছেন৷ যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট শুচিতা শরমিন পদত্যাগ করবেন অথবা তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন জারি থাকবে। 

উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৮ দিন যাবৎ আন্দোলন করে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ 

বিআরইউ

Link copied!