Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সোনারগাঁওয়ে ৪২ অসহায় পরিবার পাকাঘর ও জমি পেয়ে মহাখুশি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৩, ১১:২৩ এএম


সোনারগাঁওয়ে ৪২ অসহায় পরিবার পাকাঘর ও জমি পেয়ে মহাখুশি

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম সারা বাংলাদেশে একযোগে গতকাল শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসেবে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় গতকাল সর্বমোট  ৪২ জন ভূমি  ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও ঘর স্থানান্তর  করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি ইব্রাহিম মিয়া, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,সমাজ সেবা অফিসার সাকিবা সুলতানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাটিফিকেট গ্রহণ কারী ৪২ পরিবারের লোকজন। তারা আনন্দে এখন মহাখুসি।

এসময় উপস্থিত সকল সার্টিফিকেট নিতে আসা সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দিয়ে বলেন, ভূমি ও গৃহহীনদের আশ্রয়নের ঘর প্রদান মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ ও মহৎ উদ্যোগ। ছিন্নমূল এই মানুষদের পাশে থেকে তাদের ভাগ্যের পরিবর্তন করাই  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র লক্ষ্য।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহারের ঘরের প্রতি যত্নবান হওয়ার জন্য  সকলকে পরামর্শ দেন।

আরএস

 

Link copied!