Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সম্মেলনের দশ মাসেও হয়নি হোসেনপুর উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ:

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ:

মার্চ ৩১, ২০২৩, ০৪:২৮ পিএম


সম্মেলনের দশ মাসেও হয়নি হোসেনপুর উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দেড়যুগ পর গত বছরের ২৬ মে অনুষ্ঠিত হয়। হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের প্রথম অধিবেশন বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হওয়ার পর আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করার লক্ষ্যে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম এ হালিম।

সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সভাপতি পদে তৃতীয় স্থান অধিকার করেন হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন হোসেনপুর সরকারি কলেজের সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডি, তৃতীয় স্থান অধিকার করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির।

সংক্ষিপ্ত সময়ের মধ্যে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ঘোষনা করেছিলেন। সম্মেলনের দীর্ঘ দশ মাস পেরিয়ে গেলেও হচ্ছে না উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। এই প্রেক্ষাপটে রাষ্ট্রীয় কিংবা দলীয় আচার অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আলাদা আলাদা কর্মসূচি পালন করে আসছে।

উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা কর্মীদের সূত্রে জানা যায়, সুদীর্ঘ আঠারো বছর পর গত বছরের ২৬ মে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন হওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলে অদৃশ্য কারণে দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কমিটি গঠন হয়নি। হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বলতেই দুই সদস্য বিশিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ বিষয়ে হোসেনপুর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নূরু মিয়া বলেন, ‘ আমাদের সাধারণ সম্পাদক এম.এ হালিম শারীরিক অসুস্থ্য হওয়ায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, কিছুদিন আগে সুস্থ্য হয়ে দেশে ফিরেছে। এখন আমরা শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছি।জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এড.এমএ আফজল বলেন, হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরএস

 

Link copied!