Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪,

গফরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ২৬, ২০২৩, ০৭:১৩ পিএম


গফরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষকের ধান কেটে দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২৪ এপ্রিল) বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীসহ, তরুণ প্রজন্ম এবং ছাত্র ও যুব সমাজের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্রলীগের সেই আহ্বানে সাড়া দিয়ে বুধবার (২৬ এপ্রিল) ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নিগুয়ারি ইউনিয়নের এক কৃষকের ৩৫-৩৬ শতাংশ জমির ধান কেটে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী মশিউর রহমান আদিসহ ১০-১২ জন নেতাকর্মী।

নিগুয়ারি ইউনিয়নের কৃষক মোস্তফা মিয়া বলেন, ‘আমার জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগ এই খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।’

ছাত্রলীগকর্মী মশিউর রহমান আদি বলেন, ‘যেসব কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তারা আমাদের খবর দিলে আমরা ধান কেটে দিব। আজ থেকে এই কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব।’

আরএস

Link copied!