Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

ভাটারা ইউনিয়নের ৪ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৩, ০৩:৩৫ পিএম


ভাটারা ইউনিয়নের ৪ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ভাটারা  ইউপি চেয়ারম্যান  ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন বাদল। 

তিনি আগামী অর্থ বছরের জন্য মোট ৪ কোটি ১৩ লাখ ২৫ হাজার ২ শত ৪৮ টাকা আয় ও ৩ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮ শত ৩২ টাকা ব্যয় দেখিয়ে এ বাজেট ঘোষণা করেন। 

এ সময় ভাটারা ইউপি সচিব মফিজ দুলাল, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য হিল্লুল মেম্বার, ফরহাদ হোসেন, আনিছুর রহমান আনিছ, শেফালী বেগম, আছিয়া বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল বলেন, বাজেটে যে আয় ও ব্যয় ধরা হয়েছে তা পূরণ করতে সক্ষম হবো। তবে রাস্তা ঘাট, স্কুল মাদ্রাসার উন্নয়নে অধিক ব্যয় ধরে ইউনিয়নকে ডিজিটাল হিসেবে গড়ে তোলা হবে।

এইচআর

Link copied!