Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

ঘূর্ণিঝড় ‘মোখা’: রাঙ্গামাটি জেলা পুলিশের প্রস্তুতি সভা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

মে ১৩, ২০২৩, ০৭:২২ পিএম


ঘূর্ণিঝড় ‘মোখা’:  রাঙ্গামাটি জেলা পুলিশের প্রস্তুতি সভা

রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে শনিবার ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

সভায় পুলিশ সুপার ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় জেলা পুলিশের পক্ষ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইতিমধ্যে জেলার প্রত্যেকটা পুলিশ ইউনিটে রেসকিউ টিম (উদ্ধারকারী দল) গঠন করা হয়েছে। তারা দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কাজ করবে। 

এসময় তিনি ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে খোলা আশ্রয় কেন্দ্র সমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশী তৎপরতা জোরদার করাসহ সার্বিক বিষয়ে জেলা পুলিশের ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এইচআর

 

Link copied!