Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

যোগদান পর থেকেই অনুপস্থিত শিক্ষক, ৪ মাসে উপস্থিত ৯ দিন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

মে ১৬, ২০২৩, ০৭:৪৪ পিএম


যোগদান পর থেকেই অনুপস্থিত শিক্ষক, ৪ মাসে উপস্থিত ৯ দিন

বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অনুপস্থিত ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দক্ষিণ চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আরিফুর রহমান। ফলে শিক্ষক সংকটে ওই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় অভিভাবকদের।

জানা যায়, আরিফুর রহমান লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রয়াত শিক্ষক হাফিজুর রহমানের ছেলে। হাফিজুর রহমানের জীবদ্দশায় উপজেলার কালমা ইউনিয়নের দক্ষিণ কালমা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর পোষ্য কোঠায় চাকরি হয় ছেলে মোঃ আরিফুর রহমানের। পরে চলতি বছরের ২৪ জানুয়ারি দক্ষিণ চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন আরিফ। এরপর থেকেই বিদ্যালয়ে অনুপস্থিত তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আরিফুর রহমান।

দক্ষিণ চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, মোঃ আরিফুর রহমান চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেই ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বিনা কারণে অনুপস্থিত ছিলেন। 

পরে ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ওইদিনই একমাসের জন্য ছুটি নেন। যা ২২ মার্চে শেষ হলেও পরো  পুরো এপ্রিল ও চলতি মে মাস বিদ্যালয়ে অনুপস্থিত মোঃ আরিফুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ চতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুর রহমান বলেন, ১২ সপ্তাহের জন্য ছুটি নিয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

এ বিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান মিলনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা রিসিভ করেননি তিনি।
 

Link copied!