Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

টাঙ্গাইলে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ৩০, ২০২৩, ০৪:৩১ পিএম


টাঙ্গাইলে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫ আসনের এমপি মো. ছানোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন, বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি।

জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, পৌরমেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি মাহমুদ কামাল প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এইচআর

 

Link copied!