Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ফরিদগঞ্জে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৭:০৭ পিএম


ফরিদগঞ্জে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিও ধর্মীয় নেতাদের নিয়ে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর অডিটোরিয়ামে অরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমুন নেছা। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এমওডিসি ডাঃ মো. মাকসুদুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবাসন কর্মকর্তা মিল্টন দস্তিদার,  যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপজেলা প্রোগ্রামার মাহাবুবুল আলম।

এসময় বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ীও গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সার্বিক তত্বাবধানে ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সংগঠক মো. নয়ন কবির।

এইচআর
 

Link copied!