Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

যাত্রীবাহী বাসে কিশোরী উত্ত্যক্ত, বাসের হেলপারের কারাদণ্ড

পিরোজপুর (মঠবাড়িয়া) প্রতিনিধি

পিরোজপুর (মঠবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৪:০৫ পিএম


যাত্রীবাহী বাসে কিশোরী উত্ত্যক্ত, বাসের হেলপারের কারাদণ্ড

 পিরোজপুরের মঠবাড়িয়ায় যাত্রীবাহী চলন্ত বাসে এক স্কুল পড়ুয়া কিশোরী (১৫) কে উত্ত্যক্ত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত  বাসের হেলপার আবু সুফিয়ান ফকির (৩৫) কে এক মাসের কারাদণ্ড দিয়েছেন।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন। পরে তাঁকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই বাসের হেলপার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জয়নাল ফকিরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানাযায়, সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম থেকে পাথরঘাটাগামী বলেশ্বর পরিবহন ( চট্ট. মেট্রো ১৫-১৯৯৫) যাত্রীবাহী বাসে এক স্কুলছাত্রী মঠবাড়িয়া যাচ্ছিল। মঠবাড়িয়ার সন্নিকটে আসায় ইতোমধ্যে বহুযাত্রী বাস থেকে নেমে গেছেন। সন্ধ্যার দিকে উপজেলার ঝাইতলা নামক স্থানে বাসটি পৌঁছলে ওই কিশোরীর পাশের সিট খালি থাকায় বাসের হেলপার ফাকা সিটে বসে ওই স্কুল ছাত্রী কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এক পর্যায়ে বিষয়টি বাসের অন্য যাত্রীদের নজরে আসে। বাসটি রাতে মঠবাড়িয়া পৌরসভার স্টেশনে পৌঁছালে যাত্রীরা বিষয়টি টহলরত পুলিশকে জানায়।

পুলিশ ওই বাস হেলপারকে আটক করে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ুম এর কাছে হাজির করে। এসময় অভিযুক্ত আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধির ৫০৯ ধারার অভিযোগে বাস হেলপারকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত বাসের হেলপার  আবু সুফিয়ান ওই ছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এআরএস

 

 

Link copied!