Amar Sangbad
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫,

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে বিভিন্ন স্থাপনা উদ্বোধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৫:৫৬ পিএম


বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে বিভিন্ন স্থাপনা উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ‘সেনানীড়, ষ্টেশন অফিসার্স মেস-বি, ডিভিশন সুইমিংপুল, গ্যারিসন মসজিদ-৩ এবং ডিভিশন মডেল রুম’র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা সেনানিবাসে নতুন এ স্থাপনাগুলোর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

নবগঠিত সেনানিবাসের সেনা সদস্যের আবাসনের সমস্যা সমাধানের জন্য সেনা সদর কল্যাণ ও পুনঃবাসন পরিদপ্তরের তত্ত্বাবধায়নে ১১২ ফ্লাট বিশিষ্ট ১৫তলা ভবনের পারিবারিক বাসস্থান ‘সেনানীড়ের’ উদ্বোধন করা হয়।

এ সময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষনের মাধ্যমে প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার পাশাপাশি দেশে আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গঠনের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী তার সুযোগ্য গতিশীল নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। এছাড়াও সেনাবাহিনী যে কোন দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে ৭ম পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, সেনা সদর বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ, জুনিয়র কমিশন অফিসার, অনান্য পদবির সৈনিকবৃন্দ এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এআরএস
 

Link copied!