Amar Sangbad
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫,

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২৫

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৪:৩৪ পিএম


বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২৫

বরিশালের গৌরনদীতে গুনগুন পরিবহন ও যাতায়াত পরিবহণের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টায় উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মইদুল আলম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারে কাজ করছে। বাস দুইটি রাস্তার পাশে সরানো হয়েছে।

বর্তমান যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হয়েছে। তার সাথে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়ায় গেছে। নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী থানায় প্রেরন করা হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে।

এইচআর

Link copied!