Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৭:৫৩ পিএম


বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে দু’সন্তানের জনক এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মিরপুর তিতারকোনা নামক স্থানে।

জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামের আলম খানের ছেলে মো. দুলাল খান(৪০) উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা রায়হান উদ্দিনের মালিকানাধীন মায়ের দোয়া ওয়ার্কসে কাঠ মিস্ত্রির কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার বিকেলেও দুলাল খান কাজ করছিলেন। ঢিল মেশিন দিয়ে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে শরীরে আগুন লেগে যায়।

এ সময় ওয়ার্কসের মালিক রায়হান উদ্দিনসহ আশপাশের লোকজন এগিয়ে এসে দুলাল খানকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার এস আই ইসমাঈল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে দুলাল খানের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুলালের লাশ হাসপাতালে ছিল।

এআরএস

Link copied!