পার্বত্যাঞ্চল প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩, ০৬:৪৩ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩, ০৬:৪৩ পিএম
খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মো. আব্দুস সাত্তার (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
রবিবার (১ অক্টোবর) খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর নির্দেশনায় চলমান বিশেষ অভিযান অংশ হিসেবে দুপুর পৌনে ২টার দিকে পানছড়ি থানার উপ-পরিদর্শক এসআই (নিঃ) মোহাম্মদ ইউছুফ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন পানছড়ি ইউপির ৪নং ওয়ার্ডস্থ মদন কারবারী পাড়া এলাকার অনীল ত্রিপুরা এর সেগুন বাগানের সামনে মদন কারবারী পাড়া থেকে মোহাম্মদপুরগামী রাস্তার উপর আসামী মো. আব্দুস সাত্তার (৫৮) তল্লাশী চালিয়ে তার নিকট থেকে এক কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়
গ্রেপ্তারকৃত আসামী মো. আব্দুস সাত্তার (৫৮) পানছড়ি উপজেলার পানছড়ি সদর ইউপির ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মৃত হোসেন মিয়ার ছেলে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হারুন উর রশীদ জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে থানায় রুজুকৃত আরো চার টি মাদকের মামলা রয়েছে।
আরএস