Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫,

কালাইয়ে ছাত্রলীগ নেতাসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

অক্টোবর ৯, ২০২৩, ০৪:৪৩ পিএম


কালাইয়ে ছাত্রলীগ নেতাসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ নয় জুয়াড়ি গ্রেপ্তার করেছে কালাই থানা পুলিশ ।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-মাত্রাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান (৩২), হেলাল উদ্দিন (২৫), মাসুদ রানা (২৮), জনি  নাজিম উদ্দিন (২৫), রিফাত হাসান (১৮), শওকত হাবিব (৩০), আতিকুর রহমান (৩০), সবুজ সরকার (৩০), বায়োজিদ (২০)।

কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওয়াসিম আল বারি জানান, রোববার দিবাগত রাতে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মাত্রাই ইউনিয়নের মদনাহার গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছাত্রলীগ নেতা আতিকুর রহমানসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, মোবাইল ফোন ও নগদ ১২৯০ টাকা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এইচআর

Link copied!