Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২০২৪ ফেব্রুয়ারিতে

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৭, ২০২৩, ০৮:৫৮ পিএম


নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২০২৪ ফেব্রুয়ারিতে

‘আবার জমবে মেলা প্রাণের প্রাঙ্গণে’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার হাইমচরের ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারির ৯ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টন (জাতীয় ক্রীড়া পরিষদ ভবন) পুস্পদাম পার্টি সেন্টারে আলোচনা সভা ও প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী ২০২৪ আয়োজক কমিটি।

অনুষ্ঠানে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন পরিষদের সদস্য সচিব মো. আকতার হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা ও পুনর্মিলনী ২০২৪ উদযাপন কমিটির আহবায়ক মো. ফায়কুজ্জামান বাদশা।

এ সময় প্রাক্তন ছাত্র পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তাদের বক্তব্যে চাঁদপুরের হাইমচর উপজেলার চরাঞ্চলে মেঘনা নদীর ভাঙনের কথা উঠে আসে। বর্তমানে তা রোধ হয়েছে। আগামীর হাইমচরের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার করেন। এ ছাড়া শত বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা হয়। স্মৃতি বিজড়িত অনেক ঘটনা নিয়ে আলোচনা হয়।

এ সময় নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও রুপকার আলহাজ্ব খান সাহেব আলী হোসেন মাঝির কথা স্মরণ করেন বক্তারা।

প্রেস ব্রিফিংয়ে ফায়কুজ্জামান বাদশাহ জানান, পুর্নমিলনীতে শুধুমাত্র বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। তবে এসএসসি ২০২০-২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা ১৫০০ টকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। আগামী ২৫ নভেম্বর ২০২৩ থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ১০ জানুয়ারি ২০২৪।

অনুষ্ঠান সূচির বিষয়ে আরও জানান, আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় জনতা বাজারে অবস্থিত বিদ্যালয় ক্যাম্পাসে আইডি কার্ড ও গিফট ভাউচার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। পরে তা চলবে শনিবার দিনব্যাপি। দুই দিনব্যাপি এ আয়োজন শতবর্ষী এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের মেলায় রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

যোগাযোগ মাধ্যম :

ফেসবুক গ্রুপ: Ex-Students‍‍` Association Of Nilkamal OsmaniaHigh School

 ওয়েবসাইট: http://www.ex-sa-nohs.org/


উদযাপন কমিটি : আহ্বায়ক: মো. ফায়কুজ্জামান বাদশাহ, মোবাইল: ০১৭১২২১৩০৬১
সদস্য সচিব: মো. আকতার হোসেন, মোবাইল: ০১৭৪৬৬০০৯৭২

এআরএস

Link copied!