Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪,

ভাড়া নিয়ে কথাকাটাকাটি যাত্রীর ছুরিকাঘাতে হেলপার নিহত, আটক ১

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৩, ১২:৩০ পিএম


ভাড়া নিয়ে কথাকাটাকাটি যাত্রীর ছুরিকাঘাতে হেলপার নিহত, আটক ১

পাবনার মাছরাঙ্গা পড়িবহন বাসের সুপারভাইজার সাথে ভাড়া টাকা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে যাত্রীর ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত। এ ঘটনায়  ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। নিহত হেলপার জুবায়ের রহমান (২৫) সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমান ছেলে।

নিহতের পরিবার জানান, ঢাকার গাবতলী থেকে বাস যাত্রী মারুফ হোসেনের সাথে সুপারভাইজার ও হেলপারের ভাড়া নিয়ে কথা কাটাকাটি ও বাগবিতন্ডা শুরু হয়। ঐ সময় বাসের অন্যান্য যাত্রীরা তাদের কোন রকম থামিয়ে দেয়।

পরবর্তীতে বাসটি পাবনায় এসে পৌছালে সেই যাত্রীর লোকজন এসে গাড়ির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের সাথে মারামারি শুর করে। মারামারির এক পর্যায়ে যাত্রীর লোকজন বাসের হেলপারকে ছুরিকাঘাত করলে সে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন সুমন (৪০) কে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে। ঘটনার পর থেকে নিহত হেলপার জুবায়েরর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

এ ব্যপারে সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার সাথে জড়িত এক জনকে আমরা আটক করেছি।                                 
                              
এইচআর
 

Link copied!