Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১০ মে, ২০২৪,

জাপা প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ডিসেম্বর ২৫, ২০২৩, ০৪:৩৮ পিএম


জাপা প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে টাকা বিতরণের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ফুলগাজী,পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার ইকবালের বিরুদ্ধে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ অভিযোগ উঠেছে ।

রোববার সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে একটি উঠান বৈঠকে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই উঠান বৈঠকে ফেনী-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহরিয়ার ইকবাল রিয়াদ নিজে বসে থেকে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ভোটারদের হাতে ভোট দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে নগদ টাকা তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি এর আগেও গত শনিবার বিকেলে ফুলগাজী বাজারে জনসংযোগ শেষে উপস্থিত ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করেন এ প্রার্থী।

এ বিষয়ে শাহরিয়ার ইকবাল রিয়াদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ভুল হয়ে গেছে, এ ধরনের ভুল আর হবে না।

ফেনী জেলা প্রশাসক ও  রিটার্নিং কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, এ ধরনের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর

Link copied!