Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

ভোট কেন্দ্রে না যেতে যুবদলের লিফলেট বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ২৮, ২০২৩, ০৭:০৮ পিএম


ভোট কেন্দ্রে না যেতে যুবদলের লিফলেট বিতরণ

ডামি নির্বাচন বর্জন এবং সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাবাসীকে ভোট বর্জনের আহবান জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ লিফলেট বিতরণ করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বে চতুরা এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অটো শ্রমিক, দিন মজুরসহ সাধারণ মানুষের হাতে হাতে এ লিফলেট বিতরণ করেন তারা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন, পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার জাকির হোসেন গাজী, রূপসা উত্তর ইউনিয়নের ইউপি সদস্য জহির হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খাঁন, যুবদল নেতা রুবেল হোসেন গাজী প্রকাশে ভাগিনা রুবেল, পৌর যুবদল নেতা হাসান হোসেন, আরিফ হোসেন পাটওয়ারী, যুবদলনেতা রিয়াদ হোসেনসহ যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা।

লিফলেট বিতরণকালে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, দেশ ও জনগণের স্বার্থে আগামী ৭ জানুয়ারী শেখ হাসিনার এক তরফা এবং ডামি নির্বাচন বর্জন করতে হবে। দেশে অসহযোগ আন্দোলন চলছে। দেশের মানুষ এ অসহযোগ আন্দোলনকে সমর্থন করছে।

ভোটকেন্দ্রে না গিয়ে আমরা বিশ্ববাসীর কাছে প্রমাণ করবো একতরফা নির্বাচন দেশবাসী মানে না, মানবেনা। জনগণকে সাথে নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার অধিনে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটকেন্দ্র গিয়ে ভোট প্রদান করতে হবে।

এইচআর

Link copied!