Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

নীলফামারীতে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

জানুয়ারি ১০, ২০২৪, ০৫:১৪ পিএম


নীলফামারীতে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত
ছবি: আমার সংবাদ

টানা কয়েকদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ বিরাজ করছে উত্তরের জেলা নীলফামারীতে। বুধবার মেঘলা আকাশ আর ঘন কুয়াশার কারণে সারাদিন সূর্যের দেখা মেলেনি এই জেলায়। ভারতের হিমালয় কাছে হওয়ায় বেকায়দায় পড়েছে এ জেলার মানুষ।

হিমেল হাওয়া আর হাড়কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছে এ জেলার খেটে খাওয়া দরিদ্র মানুষজন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন বাহিরে বের হতে না পেরে পরিবার নিয়ে পড়েছেন দুর্ভোগে। বিশেষ করে জলঢাকা ও ডিমলা উপজেলার তিস্তা নদীর কোল ঘেঁষা গ্রাম ও চরের মানুষজন সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন। এদিকে শীতের তীব্রতার কারণে জেলায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। শিশু ও বৃদ্ধারা শীতজনিত রোগ নিয়ে হাসপাতালে বেশি ভর্তি হচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের বৃদ্ধা মনি বালা রানী ও উলো বালা রানী শীতে কাঁপছেন ও পরিবার নিয়ে খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তাদের সাথে কথা হলে তারা বলেন, ঠান্ডার কারণে হামরা বাইরোত বেরেবার পাচ্ছি না, কাম করিবার পাচ্ছি না। সারাদিন খেরোত আগুন জ্বালেয়া শীত কমাবার চেষ্টা করছি। আজও হামাক কাহোয় শীতের কম্বল, চাদর কোনোয় দেয় নাই। হামরা গরীব মানুষ কি দিয়া কম্বল কিনিমো। হামার আগুনে সম্বল।

নীলফামারী ডিমলা আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার সকাল নীলফামারীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। 

এআরএস


 

Link copied!