Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী পালিত

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০১:৫২ পিএম


কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্যদিয়ে রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে নিজ শহর বরিশালে।

শনিবার সকাল ১০টায় নগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ।

একইসময়ে কবি জীবনানন্দ দাশের প্রিয় ক্যাম্পাস ব্রজমোহন কলেজে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজের শিক্ষার্থীরা। সেইসঙ্গে মেলার উদ্বোধনী আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুরু হওয়া এ মেলায় চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে প্রতিদিনই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার ৫০ টি স্টলে জীবনানন্দ দাশের নিজের ও তাকে (কবিকে) নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে এমন খাবার ও পণ্য সামগ্রীর সমারোহ ঘটানো হয়েছে।

এর আগে মেলা প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

ইএইচ

Link copied!