Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪,

শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ১, ২০২৪, ০৭:১৪ পিএম


শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে প্রতিমাসের বেতন সপ্তম কর্মদিবসের মধ্যে পরিশোধ ও বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন তালহা স্পিনিং মিলস্ লিমিটেডের শ্রমিকেরা। এ সময় তারা মহাসড়কে কাঠে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মুলাইদ (এমসি) বাজার এলাকায় এসব ঘটনা ঘটে।

তালহা স্পিনিং মিলের আন্দোলনরত শ্রমিকেরা বলেন, প্রতিমাসের ২০ তারিখে মাসিক বেতন পরিশোধ করে কারখানা কর্তৃপক্ষ। প্রতি মাসের বেতন সপ্তম কর্মদিবসের মধ্যে পরিশোধের দাবি জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষ মানছে না। পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করলেও টেক্সটাইল শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে।

তারা বলেন, এ সামান্য বেতন দিয়ে বর্তমান বাজারে চলা কষ্ট হয়ে পড়েছে। ঘর ভাড়া, ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচসহ দৈনন্দিন কাজে এ বেতনে চলা সম্ভব হচ্ছে না। সপ্তম কর্মদিবসের মধ্যে প্রতি মাসের বেতন না দিলে আমরা ঘর ভাড়া, দোকানের বকেয়া পরিশোধ করতে পারি না। সঠিক সময়ে তাদের পাওনা পরিশোধ না করলে দোকান মালিক ও বাড়ির মালিকদের কথা শুনতে হয়।

এসব বিষয়ে কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ শ্রীপুরের ইনচার্জ মিনহাজ জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে বিকেল ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের আন্দোলনের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। আশা করছি আলোচনায় ভালো কোনো সিদ্ধান্ত আসবে।

ইএইচ

Link copied!