ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মহেশপুরে স্কুলেই শিক্ষিকা পেটালেন শিক্ষক হুমায়ুন কবির

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৪, ০৭:৫৪ পিএম

মহেশপুরে স্কুলেই শিক্ষিকা পেটালেন শিক্ষক হুমায়ুন কবির

স্কুলেই কথা কাটা কাটির  এক পর্যায়ে সহকারী শিক্ষক হুমায়ুন কবির আর এক সহকারী শিক্ষিকা পূবালী মিত্রকে কিল ঘুষি মেরে আহত করেছেন। বিদ্যালয় চত্তরে শিক্ষিকাকে পেটানোর ঘটনা চেয়ে চেয়ে দেখলো বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহারসহ শিক্ষার্থীরা।

এ ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর দক্ষিণপাড়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

আহত সহকারী শিক্ষিকা পূবালী মিত্র জানান, স্কুলে প্রায় সময় সহকারী শিক্ষক হুমায়ুন কবির আমাকে উল্টা পাল্পা কথাবার্তা বলেন। এর প্রতিবাদ করতে গেলেই আমাকে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। বুধবার বিকাল ৩টার দিকে স্কুল চত্তরে আমাকে উল্টা পাল্পা কথাবার্তা বলেন সহকারী শিক্ষক হুমায়ুন কবির। আমি প্রতিবাদ করা মাত্রই আমাকে কিল ঘুষি মেরে আহত করেন তিনি।

সহকারী শিক্ষক হুমায়ুন কবির জানান, আমি তাকে মেরেছি এটাই। এর থেকে আর বেশি কিছুই বলতে পারবোনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার জানান, কি কারনে তাদের মধ্যে এমন ঘটনা ঘটেছে তা আমার জানানেই। তবে  বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পূবালী মিত্রকে এ ভাবে মারাটা ঠিক হয়নি। তিনি আরো জানান, বিদ্যালয়ে এসব ঘটনার বিষয়ে আমি উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আমি লিখিত অভিযোগ পেয়েছি। খুব তারা তারই ব্যবস্থা নেওয়া হবে।

আরএস

Link copied!