Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

কাশিমপুরে পাঁচ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২৫, ২০২৪, ০৭:২৩ পিএম


কাশিমপুরে পাঁচ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার সকাল থেকে আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় ৫ শতাধিক বাসাবাড়ির অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও বিপুল পরিমাণ অবৈধ চুলা, পাইপ, রাইজার খুলে নেয়া হয়।

অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আশুলিয়া জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, জিএমপি কাশিমপুরের কাজী মার্কেট, সারদাগঞ্জ এলাকায় এর আগেও ৭ থেকে ৮ বার অবৈধ গ্যাস সংযোগ মোবাইল কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে। নতুন করে আবার একটি চক্র সংযোগ দিয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ শতাধিক বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!