Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

হত্যা মামলার প্রধান আসামি ১৬ বছর পর গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মার্চ ৩০, ২০২৪, ০৪:২৬ পিএম


হত্যা মামলার প্রধান আসামি ১৬ বছর পর গ্রেপ্তার

দীর্ঘ ১৬ বছর যাবৎ পলাতক বহুল আলোচিত ২০০৭ সালে মোবাইল ও টাকা ছিনতাই করে নৃশংসভাবে শ্বাসরোধ করে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক প্রধান আসামি সজলকে যৌথ অভিযানের মাধ্যমে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। 

র‍্যাব জানায়, ২০০৭ সালের নভেম্বরে গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকায় ভিকটিম মো. সফর উদ্দিনের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার সময় গ্রেপ্তার আসামি সজল (৪৫) অন্যান্য আসামিদের সহযোগিতায় ভিকটিমের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

মামলাটি প্রমাণিত হওয়ায় আদালত ২০১৬ সালে মামলার অভিযুক্ত কুলিয়ারচর উপজেলার পলানপুর জালবাড়ি এলাকার সজলকে (৪৫) যাবজ্জীবন সাজা প্রদান করে এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!