Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

ঈদের বাজার শেষে বাড়ি ফেলা হলো না স্কুলছাত্রের

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৪, ০৮:১৫ পিএম


ঈদের বাজার শেষে বাড়ি ফেলা হলো না স্কুলছাত্রের

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঈদের বাজার শেষে বাড়ি ফেরার পথে ব্রহ্মপুত্র নদে ডুবে নিয়াজ উদ্দিন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত নিয়াজ উদ্দিন চরআলগী ইউনিয়নের টেকিচর গ্রামে শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

শনিবার সকালে পৌরশহরে ইমামবাড়ী খেয়াঘাট এলাকা থেকে পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরি দল যৌথ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ঈদের কেনা কাটার জন্য বাবার সঙ্গে গফরগাঁও বাজারে আসে নিয়াজ উদ্দিন। কেনাকাটা শেষে সন্ধ্যায় ইমামবাড়ী খেয়াঘাট (শ্মশানঘাট) দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে বাড়ি যাওয়ার সময় নদীর পাড়ে পা পিছলে পানিতে পড়ে  ডুবে যায় সে। পরে স্থানীয় লোকজন নদীর পানিতে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে শনিবার সকালে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক এবং এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গফরগাঁও থানার উপপরিদর্শক এসআই মো. শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধারের করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!