Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

কিশোরগঞ্জে ৪৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৪, ০৩:৩৯ পিএম


কিশোরগঞ্জে ৪৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সারাদেশে ১৫২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলার মোট ১৩টি উপজেলার তিনটি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হচ্ছে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা।

এ তিন উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার প্রার্থীরা নিজ নিজ উপজেলায় মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মিলিয়ে মোট ৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আওলাদ হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম।

ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- খালেদ সাইফুল্লাহ সাফাত, আব্দুল জলিল, মো. জোবায়ের আলাম রাজিব, মোহাম্মদ জসিম উদ্দিন, শাহজাহান কবীর, মোহাম্মদ হাফিজ উদ্দিন, মো. আশরাফুল আরিফ, মোখলেছুর রহমান মিতুল, মো. নজরুল ইসলাম, রিফাত উদ্দিন আহমেদ বচ্চন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি ও তাহমিনা আক্তার নাজমা।

পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, এ কে এম দিদার, এ কে এম হাবিবুর রহমান চুন্নু, আতাউর রহমান, এমদাদুল হক জুটন, আতাউল্লাহ সিদ্দিকী মাসুদ, কামাল হোসেন, হাজী মকবুল হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- আতাউর রহমান, একেএম ফজলুল হক, আবুল কাশেম, মোহাম্মদ জুয়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- মোছা. ললিতা বেগম, শামসুন্নাহার আপেল।

হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মো. নাজমুল আলম, মো. আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান মোবারিছ ও রৌশনারা রুনু।

ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- নাঈম সুজন, আল-আমিন অপু, শফিউদ্দিন সরকার বাচ্চু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও ছাবিয়া পারভিন জেনি।

ইএইচ

Link copied!