Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

নেত্রকোণায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৪, ০৫:৫১ পিএম


নেত্রকোণায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি বাজারে ফিলিস্তিনিদের পক্ষে ও দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রৌহা ইউনিয়নবাসী জুমার নামাজের পর কুমড়ি বাজারে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

জুমার নামাজ শেষে রৌহা ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি মসজিদ থেকে শুরু হয়ে কুমড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রৌহা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় সর্বস্তরের মুসল্লিসহ উপস্থিত আম জনতা বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করে।

সমাবেশে বিক্ষোভকারীরা ইসরাইলি সকল পণ্য বর্জন ও ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ, আগ্নেয়াস্ত্র হামলা, অগ্নিসংযোগসহ নানা অপকর্মের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।

সমাবেশে মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজহারুল ইসলাম মাসুদে সঞ্চালনায় এতে বক্তব্য দেন, মুফতি মাওলানা হাদিসুর রহমান ফকির, মাওলানা মাছুম ফকির, আবু আব্বাস ডিগ্রি কলেজের অধ্যাপক নাজমুল কবির সরকার, রৌহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম সোহাগ ফকির, কুমড়ি বাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা এমদাদুল হক প্রমুখ।

পরে সকল ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  

ইএইচ

Link copied!