Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

হাতীবান্ধায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৪, ০৩:৪৩ পিএম


হাতীবান্ধায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

লালমমিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতায় স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কার সালাত ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশের ন্যায় রংপুর বিভাগেও চলছে তাপপ্রবাহ, এই তাপ প্রবাহে পুড়ে যাচ্ছে কৃষকের ফসল, পানির জন্য চলছে হাহাকার, অকালেই পেঁকে যাচ্ছে ভুট্টাক্ষেত।

বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসল, কষ্টে আছে গাছপালাসহ প্রাণীকূল তাই বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করেছে শত শত মানুষ।

মঙ্গলবার সকালে উপজেলার বড়খাতা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এ বিশেষ নামাজ ও মোনাজাতে বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টি চেয়ে দোয়া করছেন তারা।

নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন বড়খাতা নুরানি জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মুফতি নাজমুল হুদা সাদী।

ইএইচ

Link copied!