ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad
উপজেলা নির্বাচন

ডোমারে ভোটের ফল ঘোষণা, চেয়ারম্যান পদে সুমি নির্বাচিত

ডোমার(নীলফামারী) প্রতিনিধি:

ডোমার(নীলফামারী) প্রতিনিধি:

মে ৯, ২০২৪, ০৪:৫৭ পিএম

ডোমারে ভোটের ফল ঘোষণা, চেয়ারম্যান পদে সুমি নির্বাচিত

নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচন-২০২৪ এর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

চেয়ারম্যান পদে সরকার ফারহানা আখতার সুমি (টেলিফোন), ভাইস-চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপাধ্যায় (টিউবওয়েল) ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছাঃ ফেরদৌসি বেগম (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ই মে) দিনভর উপজেলার ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাত ১১টার পর উপজেলা পরিষদ হলরুমে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে নির্বাচনটির ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নুর-ই আলম।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে ৩১ হাজার ৪২১টি ভোট পেয়ে ‍‍`টেলিফোন‍‍` প্রতীকের সরকার ফারহানা আখতার সুমিকে নির্বাচিত ঘোষণা করা হয়। ডোমার উপজেলার প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচির হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ‍‍`আনারস‍‍` প্রতীকের তোফায়েল আহমেদ। তিনি পেয়েছেন ২৩ হাজার ১৩৪টি ভোট।

এছাড়া, চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মাঝে মদন মোহন সিংহ পিন্টু (মোটরসাইকেল) পেয়েছেন ২৩ হাজার ২৬ ভোট, মোঃ মনজুরুল হক চৌধুরী (কাপ-পিরিচ) পেয়েছেন ৯ হাজার ৮০৭ ভোট, মোঃ আব্দুল মালেক সরকার (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ৯৩৫ ভোট, মোঃ রাকিব আহসান প্রধান (কই মাছ) পেয়েছেন ৪ হাজার ৯৬৯ ভোট অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন (হেলিকপ্টার) পেয়েছেন ২ হাজার ২৯৩ ভোট এবং মোঃ এহছানুল হক (দোয়াত-কলম) পেয়েছেন ১ হাজার ৮৬৮ ভোট।

নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের ‍‍`টিউবওয়েল‍‍` প্রতীকের দিলীপ কুমার মুখোপাধ্যায় ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ‍‍`প্রজাপতি‍‍` প্রতীকের মোছাঃ ফেরদৌসি বেগম।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুর-ই আলম জানান, এবারের নির্বাচনে মোট এক লাখ ৬ হাজার ২৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে, ২ হাজার ৭৭৮ ভোট বাতিল ও এক লাখ ৩ হাজার ৪৫৩টি ভোট বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৫১ দশমিক ১৮ ভাগ।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৫টি ভোটকেন্দ্রের ৫৩৩টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা অব্ধি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার ছিলেন দুই লাখ ৭ হাজার ৫৬০ জন। এছাড়া চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিআরইউ

Link copied!