Amar Sangbad
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪,

মেহেরপুর জেনারেল হাসপাতালে জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১২:১২ পিএম


মেহেরপুর জেনারেল হাসপাতালে জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান করেছে জেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে ফজরের নামাজ শেষে মেহেরপুর হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, জামায়াতের নায়েবে আমির মাহাবুবুল আলম, জেলা জামাতের সেক্রেটারি ইকবাল হুসাইন, সহকারী সেক্রেটারি রুহুল আমিন, জামাতের যুব বিভাগের সম্পাদক সোহেল রানা ডলারসহ জেলা ও পৌর শাখার জামায়াত নেতৃবৃন্দ।  

এ সময় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে জামাতের আমির মোহাম্মদ আমির তাজউদ্দিন খান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুর সাত্তার এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন- হাসপাতাল আপনাদের সম্পদ। এ সম্পদ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা সবায় মিলে যেটা সহজেই করতে পারবো সেই কাজটা আমার একার জন্য কষ্টকর হয়ে যায়।

সবশেষে মেহেরপুর হাসপাতালের উদ্যান চত্বরে বৃক্ষরোপণ করেন নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!