Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪,

মাদারগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৪:২২ পিএম


মাদারগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলমের সাথে মাদারগঞ্জ প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশের আয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাদক, চুরি ও ছিনতাই রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন ওসি।

নবাগত ওসি শাহীনুর আলম মাদারগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি ২৩ সেপ্টেম্বর রাতে থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। মাদারগঞ্জ মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ,  সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ কমে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর (যুগান্তর), সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম-সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম (আমাদের সময়), দপ্তর সম্পাদক ইউসুফ আলী (আমার সংবাদ), প্রচার সম্পাদক হাফিজুর রহমান (সত্যের সন্ধানে প্রতিদিন), অর্থ সম্পাদক সামিউল ইসলাম শামীম (জনতা), সদস্য মোহাম্মদ শাহীন (মানবকণ্ঠ), আনিছুর রহমান (সংবাদ), এম আর সাইফুল (খোলা কাগজ), মাহমুদা আক্তার (বাংলাদেশ বুলেটিন) প্রমুখ।

ইএইচ

Link copied!